ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতাল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ

নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ

নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন অ্যাপোলো হাসপাতাল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ভবন মালিক ভবন ছাড়িয়ে নেয়ার জন্য নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগরের হায়বাতপুর মোড়র শেখ শহিদুল্ল্যাহ তার ৪ তলা ভবনটি ১৮ বছর মেয়াদে গ্রাম্য ডাক্তার শাহাজান সিরাজের কাছে ভাড়া দেন। শাহাজান ভবন ভাড়া নিয়ে সুন্দরবন অ্যাপোলো হাসপাতাল নাম দিয়ে ক্লিনিক তৈরি করেন। ক্লিনিকের যাবতীয় বর্জ্য পাশের প্রাইমারী স্কুল ও মহসীন কলেজের মাঠ ও স্থানীয় পানীয় জলের পুকুর নষ্ট করে। এতে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে এলাকাবাসী ভবন মালিককে অভিযোগ দেয়। এছাড়া হাসপাতালটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করায় ভবন মালিকের পক্ষ থেকে শ্যামনগর থানায় জিডি হয়। এসব ব্যাপারে বারবার ক্লিনিক মালিককে সতর্ক করার পর তা না মানলে ভবন মালিক চুক্তি অনুযায়ী ভবনটি ছেড়ে দেয়ার জন্য কয়েকবার তাগিদ দেন। কিন্তু তা না মেনে আস্ফালন করতে থাকলে লিগ্যাল নোটিশ পাঠান তাও উপেক্ষা করে জোর পূর্বক দখল করে রাখে এবং বিগত কয়েক মাস ধরে ভাড়া বন্ধ করে দিয়েছেন। উপায়ন্তর না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তাক্ষেপ কামনা করে অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত