নাটোরে জীবনের নিরাপত্তা চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান মনির ও তার লোকজন মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার শহরের হাফরাস্তা এলাকায় একটি রেস্তোরাঁয় সম্মেলন হয়। এসময় তার স্বামী রকি ইসলাম উপস্থিত ছিলেন। সম্মেলনে ওই গৃহবধূ বলেন, গত সোমবার ছাত্রলীগ নেতা নিশানের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহারে আমাকে ও আমার পরিবারকে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মামলা তুলে নিতে হুমকি দেন। আপস করে মামলা না তুললে তারা তাদের অনুসারীদের দিয়ে আমাদের একঘরে করে রাখার হুমকি দিচ্ছে। গত ৫ জুন সোমবার মেয়র মনির ফোন করে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন। এ সংক্রান্ত রেকর্ডিং আমার কাছে রয়েছে। একইভাবে চেয়ারম্যান আসাদ নিশানের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে নলডাঙ্গার পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির বলেন, সরকারি একটি জায়গার ইজারা নিয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দ্বন্দ্ব ছিল। সেই জেরে পরিবার থেকে একটি মামলা করেন। আমি জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি নিয়ে শুধু মীমাংসার চেষ্টা করেছি। তাকে বা তার পরিবারকে কোনো ধরনের হুমকি প্রদান করা হয়নি।