ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

কুষ্টিয়ার মিরপুর ও খোকসায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মিরপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রিজের নিকট ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাবিবা (৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা মিরপুরে উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের চা বিক্রেতা হাসান আলীর মেয়ে। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে খোকসা হেলথকেয়ারের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সম্রাট শেখ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত