ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রযুক্তিভিত্তিক মাছ চাষ প্রশিক্ষণ

প্রযুক্তিভিত্তিক মাছ চাষ প্রশিক্ষণ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে ক্লাইমট স্মাটন এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্যচাষি/সুফলভোগীদের জলবায়ু সহিষ্ণু প্রযুক্তিভিত্তিক মাছ চাষবিষয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ মৎস্য কর্মকর্তার কার্যালয় চার দিনব্যাপী মৎস্যচাষিদের প্রশিক্ষণ শেষে ত্রিশালের অলহরী জয়দা গ্রামে প্রতিষ্ঠিত আরকে মৎস্য হাচারি অ্যান্ড ফিসারিজে আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহার সভাপতিত্ব প্রধান

অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল। বক্তব্য দেন আরকে মৎস্য হ্যাচারির প্রোঃ খালেকুজ্জামান মাসুদ।

সঞ্চালনায় ছিলেন সাউদা এগ্রোফার্মের মালিক, সাজ্জাদ হোসেন সোহাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত