নেতাই নদীর বেড়িবাঁধ সংস্কারে মনগড়া স্থান নির্ধারণ

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বেড়িবাঁধ সংস্কারের জন্য মনগড়া স্থান নির্ধারণ করে অর্থ নয়ছয়ের পাঁয়তারা করার

অভিযোগ উঠেছে। এতে

জনগণের কোন কাজ আসবে না বলে জানান এলাকাবাসী। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের রায়পুর এলাকায় নেতাই নদীর বেড়িবাঁধটি প্রতি বছর বর্ষা মৌসুমে ভেঙে যায়।

এতে আশপাশের ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। বেড়িবাঁধ সংস্কারের জন্য সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড থেকে ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। রায়পুর গ্রামের বাসিন্দা শফিক মিয়া বলেন, যে জায়গায় পানি উন্নয়নকাজ করছে, যা অপ্রয়োজনীয়।

ইউপি মেম্বার হাবিবুল্লাহ বলেন, সুরুজ আলীর বাড়ি থেকে কুতুব আলীর বাড়ি এবং মতির বাড়ি থেকে জলিলের দোকান পর্যন্ত

এই দুটি স্থানে বেড়িবাঁধ সংস্কার জরুরি দরকার।

এ ব্যাপারে ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন তাদের ইচ্ছামতো কাজ করে, আমি জানতেই পারি না। জনগণ আমার কাছে এসে প্রতিবাদ করছে। পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অফিসের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, ধোবাউড়ায় সীমিত বরাদ্দ

তাই টাকা অনুযায়ী স্থান নির্ধারণ করা হয়েছে।