হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. আব্দুর রাজ্জাক লাকি, নাটোর

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে শিশু চুরি হওয়া শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সাইফুর রহমান উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে শিশুকে উদ্ধার করে পুলিশ। চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা দম্পতির প্রথম সন্তান। আটক ছদ্দবেশী নার্স মোছা. কাজলী শহরের চকবৈদ্যনাথ এলাকায় আরিফুল ইসলামের স্ত্রী এবং মোছা. কাজলী খাতুন কুঠিয়া জেলার খাজানগর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। পুলিশ সুপার জানান, বিভিন্ন স্থানের সিসিটিভি ভিডিও ফুটেজের বিশ্লেষণ করি। আমরা দেখতে পাই, নাটোর রেলস্টেশন থেকে একটি শিশুকে নিয়ে এক নারী ট্রেনে উঠেন। ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। পরবর্তীতে আমরা সকল স্টেশনের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি। সিসিটিভির ফুটেজে দেখি, শিশুকে নিয়ে ওই নারী পোড়াদহ রেল স্টেশনে নামেন। সেই সূত্র ধরে আমাদের পুলিশের টিম সারা রাত কাজ করেছে। সংবাদের ভিত্তিতে পুলিশ কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ থানার খাজানগর এলাকা থেকে শিশুসহ কাজলী খাতুন গ্রেপ্তার করি। পরবর্তীতে সকালে ছদ্দবেশী নার্স কাজলীকে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ছদ্দবেশী নার্স মোছা. কাজলি (৩০) শিশুটি চুরি করে ৮ হাজার টাকায় কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী কাজলী বেগমের কাছে বিক্রি করেন। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন রেনি, সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ, মামলার তদন্তকারী অফিসার নাটোর থানার এসআই সাজ্জাদ হোসেন, এসআই জামাল হোসেন।