ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার বাড়িতে ডাকাতি

অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির একটি বসতঘর থেকে স্বর্ণালংকারসহ জমি ও বাড়ির দলিলপত্রাদি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের কল্যাণশিং গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) প্রাপ্ত আবুল বাশার বেপারি বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। এ বিষয়ে থানায় মামলা করলেও পুলিশ এখনো লুট হওয়া মালামাল উদ্বার করতে পারেনি। কাউকে আটকও করতে পারেনি। বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) প্রাপ্ত আবুল বাশার বেপারি বলেন, কিছুদিন আগে পূর্বশত্রুতাবশত আমার বাড়ির লোকজনকে জড়িয়ে মামলা করেছে প্রতিবেশী শাহিদা বেগম। তার মেয়ের জামাই শ্যামল। তারাই লোকজন দিয়ে আমার বাড়িতে ডাকাতি সংঘটিত করেছে বলে অভিযোগ করেন তিনি। সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, যেহেতু বাড়িতে কেউ ছিল না। সেটি চুরি হবে, ডাকাতি না। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত