ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছাগল পালনে স্বাবলম্বী হাবিব

ছাগল পালনে স্বাবলম্বী হাবিব

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেশি জাতের ছাগল পালনে স্বাবলম্বী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। নিজে গড়ে তুলেছেন বিশাল একটি দেশি জাতের ছাগলের খামার। হাবিবুর রহমান হাবিব উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পেশা পরিবর্তন করে আদম ব্যবসা ছেড়ে দিয়ে এই ছাগল পালনের ব্যবসা শুরু করেন।

গত ২০২০ সালে বিশ্ব মহামারি করোনা ভাইসের শুরু দিকে তার আদম ব্যবসা মন্দা যাওয়ায় কি করবে ভেবে পাচ্ছিলেন না। ৩ মাসের মাথায় হঠাৎ তার মাথায় বুদ্ধি আসল সে ছাগল পালন করে খামার গড়ে তুলবে। তখন তিনি পাশ্ববর্তী ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হাট থেকে ১২ হাজার টাকা দামের একটি সিঙ্গেল ছাগল ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলার পারাগ্রাম হাট থেকে দুটি বাচ্চাসহ ১৪ হাজার টাকা দামের একটি ছাগল মোট দুটি ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল কিনে নিজ বাড়িতে পালন শুরু করেন। এর ৫ মাস পর সিঙ্গেল ছাগল থেকে আরো দুটি বাচ্চার জন্ম হয়। ছাগল পালনের এক বছরের মাথায় তিনি লাভ পেতে শুরু করেন। বর্তমানে তার খামারে ৫০টি ছাগল রয়েছে। যার বাজার মূল্যে ৫ লাখ টাকার অধিক হবে। হাবিবুর রহমান হাবিব দৈনিক আমার বিক্রমপুরকে বলেন, আমি অনেক দিন ধরে বিদেশে লোক পাঠাতাম। কিন্তু এই ব্যবসায় আমি ভালো করতে পারিনি। আর এলাকার লোক এই আদম ব্যবসাটা ভালো চোখে দেখত না। হঠাৎ ২০২০ সালে বিশ্বব্যাপী করোনাভাইরাস আসার পর আমার আদম ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যায়। তখন ভেবে পারতে ছিলাম না কি করব। হঠাৎ করেই এই ছাগল পালন করার বুদ্ধি মাথা আসল এবং দেরি না করে সঙ্গে সঙ্গেই দুইটি ছাগল দিয়ে এই ব্যবসা শুরু করি এক বছরের মাথায় আমি লাভ পেতে শুরু করি। বর্তমানে আমার খামারে দুইটি পাঠা ছাগলসহ ৫০টি ছাগল রয়েছে। প্রতিদিন ছাগলগুলোকে আমি সকাল বিকাল চকে নিয়ে ঘাস খাওয়াই এবং দুপুরে ভুসি কিনে খাওয়াই। তাতে প্রতিদিন আমার ৫০০ টাকার ভুসি লাগে। দেশি জাতের এই ছাগলগুলো প্রতি বছর দুইবার বাচ্চা দেয়। একটি এক বছর বয়সের ছাগলের ওজন ১০০ কেজির মতো হয়ে থাকে। প্রতি মাসে ৫-১০টি ছাগল এখান থেকে অনেকে কিনে নিয়ে যান। আমার ফার্ম দেখাশুনা করার জন্য কোনো সহকারী রাখিনি। আমি ও আমার স্ত্রী ফার্মের দেখাশুনা করে থাকি। আমার এই খামার গড়ে তুলতে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ঋণ নেয়ার প্রয়োজন হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত