বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাহী কমিটির সভা গত শুক্রবার সন্ধ্যায় শহরের কারমাইকেল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মার্টিন রোনাল্ড প্রামানিক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়ায় খ্রীষ্টান ধর্মালম্বীদের অত্যাধুনিক সুপরিকল্পিত ও মনোরম পরিবেশে বহুতল ভবন নির্মাণের প্রত্যয়ে বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি গঠন করা হয়েছে। আকাশ ছোঁয়া স্বপ্ন, নিরাপদ আশ্রয় স্থলের জন্য সমস্ত অনুভূতির উৎসের প্রায় সবটায় যেন সেই তুমি, এমন অনুভূতি নিয়েই এগিয়ে যাচ্ছে স্বপ্নের ঠিকানা বিনির্মানে।

তিনি আরো বলেন, শহুরে কোলাহল ছেড়ে নিজের মত করে গুছিয়ে নিতে পারবে স্বপ্নের ঠিকানা। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, সুনিপূণ ছায়া ঘেরা, বৃক্ষের ডালে পাখি উড়া, শীতকালে সবুজ মাঠের পরে শিশির বিন্দু, বসন্তকালে বউরি পাখির কিচিরমিচির কিম্বা সংসারের প্রয়োজনীয়তা সহজেই মিটিয়ে নিতে পারবে এমন জায়গাতে আবাসিক ভবন নির্মান করতে যাচ্ছে বগুড়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি।