ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৬টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

৬টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

ফরিদপুরের মধুখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে থেকে এক মহিলাসহ দুই স্বর্ণ পাচারকারীকে ৬টি স্বর্ণের বারসহ আটক করেছে। আটক স্বর্ণের ওজন ১৩৫৮.৫০ গ্রাম যার আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা। আটক পাচারকারীরা হলো শংকর কুমার মালো ও জামিলা

পারভীন। গতকাল শনিবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি মোতাবেক নিয়মিত

মামলা দিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

মধুখালী খানার ওসি মো. শহিদুল ইসলামের অফিস কক্ষে বেলা একটায় এক প্রেস ব্রিফিং-এর সাংবাদিকদের জানানো হয়, গত শুক্রবার মাঝকান্দি বাসস্ট্যান্ডের সামনে মধুখালী থানার এস আই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ পাচারকারী দু’জনকে আটক করে তাদের দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার করা স্বর্ণের বার তারা ভারতে পাচারের উদ্দেশে ঢাকার তাঁতী বাজার এলাকা থেকে এনে আটক জামিলার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে পৌঁছে দেয়ার কথা ছিল। আটককৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানান, জনৈক সোহেল আমান নামে এক ব্যক্তির মাধ্যমে তারা এর আগেও অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত