ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনা দেশের উন্নয়ন কারিগর

বললেন প্রাণিসম্পদ মন্ত্রী
শেখ হাসিনা দেশের উন্নয়ন কারিগর

জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমাদের উন্নয়নের গতি অব্যাহত রাখব। আমি আপনাদের আছি আপনাদের থাকবো চিরদিন আপনাদের কাঁধে করে রাখব আপনাদের ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করা যাবে না- উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা এ দেশের উন্নয়ন কারিগর। পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামাকাঠি ইউনিয়নে আয়োজিত উন্নয়ন সভায় (চৌঠাইমহল বাসস্ট্যান্ড স্থানে) বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে শুক্রবার বিকাল ৬টায় উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশে যতো উন্নয়ন হয় তা অন্য কোনো সরকারের সময় হয় না। অন্য সরকারের সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়। তাই দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার সরকার দরকার। তিনি বলেন, শেখ হাসিনা শুধু আমার নেত্রী নন, তিনি আমার কাছে মায়ের সমতুল্য। তিনি বলেন, শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন, ৮ ঘণ্টা লাগত ঢাকা যেতে এখন আড়াই ঘণ্টা লাগে। আমাদের এ দক্ষিণ অঞ্চলে বেকুটিয়া সেতু, পাটগাতি সেতু কিছুই হতো না যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাই আবার শেখ হাসিনা সরকারকে দরকার। মন্ত্রী বলেছেন, শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যাকে ভালোবাসেন নিশ্চয়ই শেখ হাসিনা তার কথা বিবেচনা করবেন। আমি এমন কিছু করিনি যার কারণে আমাকে বাদ দেবেন। আমি ঘুষ খাইনি, টেন্ডারবাজি করিনি, দুর্নীতি করিনি, ক্যাডার পালিনি, আস্ত্রবাজি করিনি, চাঁদাবাজি করিনি, শিক্ষক নিয়োগ বাণিজ্য করিনি, দপ্তরি নিয়োগে, পুলিশ নিয়োগে, ঠিকাদারদের নিকট হতে কমিশন নিইনি, আমাকে বাদ কেন দেবে, উপরে আল্লাহ্ নিচে শেখ হাসিনা, তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমি তা মেনে নেব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত