আগুনে বসতবাড়ি ভস্মীভুত

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে এবং নাটোরের সিংড়ায় আগুনে বসতবাড়ি পুড়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল রোববার একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই বসতবাড়ির দুটি কক্ষ, কক্ষের ভেতরে থাকা বিভিন্ন মালামাল।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্থ নুরুল ইসলাম বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। শূন্য বাড়িতে কীভাবে আগুন ধরল? সেটা বুঝতে পারছি না। তবে আগুনে পুড়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আসার আগেই জনগণ চেষ্টা চালিয়ে ওই বাড়ির আগুন নেভান। পরে আর ফায়ার সার্ভিস আসেনি।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে রেজাউল করিম নামে দিনমজুরের বসতভিটার তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে গরু, বাছুরসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বৃকয়া গ্রামে। জানা যায়, গত শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ৫নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম, বৃকয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।