ছাত্রদলের দুই গ্রুপে গোলাগুলি ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ফের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ এবং নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় কৃষকদলের আহ্বায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহ্বায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। গত শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি বিস্ফোরিত ককটেলের খোসা ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এসআই শ্রীবাস সদর থানায় মামলা করেছেন।

মামলায় জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, জেলা যুবদল সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরী, সাবেক সদস্য সচিব মহসিন হৃদয়সহ ৩০ জনকে নামীয়সহ ৯০ থেকে ৯৫ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কান্দিপাড়া, টিএ রোড, পাওয়ার হাউজ রোড এলাকায় পুলিশ মোতায়েন ও টহল রয়েছে।