ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার ও চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- সদর উপজেলার দিগজান গ্রামের মোশারফ হোসেন, শহরের নিউটাউন মহল্লার রুক্কু চৌহান এবং ময়মনসিংহ জেলা সদরের শম্ভূগঞ্জ গ্রামের কবির মিয়া ও মানিক মিয়া। তাদের গত রোববার রাতের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়। তাদের গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার নেত্রকোনা শহরের সাতপাই মহল্লার বাইতুল আমান মসজিদের সামনে থেকে পুর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের রুবেল মিয়ার ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় তিনি নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলার পর থানার এসআই ফরিদ আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্দেহভাজন অটোরিকশা চোর চক্রের সদস্য মোশারফ হোসেনকে শহরের কালীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে এই চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা রুবেল মিয়ার অটোরিকশা চুরির বিষয়টি স্বীকার করে। রুবেল মিয়া বলেন, আমরা গরিব মানুষ। ঋণ করে অটোরিকশাটি কিনছি। অটোরিকশাটি ফিরাইয়া দিয়া পুলিশ আমারা জীবন রক্ষা করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত