নোয়াখালীতে তিন দিনব্যাপী মেলার প্রদর্শনী ও সমাপনী

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর উপজেলার আয়োজনে কৃষি কার্যালয়ে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষিপণ্য প্রদর্শন মেলার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফজলে এলাহির সঞ্চালনায় বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার আশিক জামাল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুল হক ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল দে। ২০২২-২৩ অর্থবছরের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের উপস্থিতিতে এ মেলা ও প্রশিক্ষণ দেয়া হয়। এতে ৬০ জন প্রান্তিক কৃষককে উন্নত মানের এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে কৃষি চাষ করার প্রশিক্ষণ দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষি সম্প্রসারণের কৃষকদের উদ্বুদ্ধকরণে বিভিন্ন দিক আলোচনা করেন। এবং কৃষক অফিস থেকে মাঠ পর্যায়ে সব কৃষকের জন্য সুযোগ-সুবিধার বিবরণ দেন। কৃষি মেলায় প্রচলিত ও অপ্রচলিত ফলের স্টল, বীজ সংরক্ষণ প্রযুক্তি স্টল, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট প্রযুক্তি স্টল, কৃষি যন্ত্রপাতি স্টল, নার্সারি, সবজির প্রযুক্তি স্টল, আইল ফসল স্টল, ও বিভিন্ন সবজির প্রদর্শনী করা হয়। এতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ওপর নির্বাচিতদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর পুরুষ্কার বিতরণী ও বক্তব্য শেষে প্রধান অতিথি মেলায় বিভিন্ন কৃষকের উৎপাদিত ফলের প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া সদর উপজেলা চত্বরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রদর্শন মেলা উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান একেএম সামছুউদ্দিন জেহান। এ মেলায় ২৫টি বিভিন্ন ধরনের মাছ চাষ, হারভেস্টার মেশিন, পানি সেচ, বিভিন্ন জাতের ফলজ, বনজ বৃক্ষের চারাসহ কৃষিপণ্য প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় প্রান্তিক কৃষকদের মাঝে মৌসুমি বিভিন্ন কৃষি ফসল চাষের পরিকল্পনা প্রদানসহ হাইব্রিড জাতের ধান, পাট, মুলা, লাউ, কুমড়ার বীজ বিক্রি ও পদর্শন করা হয়েছে।