ঢাকা ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

আ.লীগের মনোনয়নপ্রত্যাশী শ্যামলের গণসংযোগ

আ.লীগের মনোনয়নপ্রত্যাশী শ্যামলের গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রকল্পের সদস্য সচিব কেএম মোস্তাফিজার রহমান শ্যামল গতকাল সোমবার সোনাতলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক মণ্ডল, তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, এনামুল হক মাস্টার, আব্দুস সামাদ মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান, জাকিরুল আলম জেলিস, কৃষক লীগ নেতা সায়েম রাশেদ, সেলিম মণ্ডল প্রমুখ।

উল্লেখ্য, তিনি সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মরহুম সৈয়দ জামান খন্দকার ও মোমেনা বেগম দম্পত্তির ছেলে। শিক্ষা জীবনে মোস্তাফিজার রহমান স্থানীয় পাকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে পড়ালেখা শুরু হয়। পরে প্রাথমিকের গণ্ডি পেড়িয়ে ১৯৮০ সালে পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন। ১৯৮২ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে সুনামের সহিত একই বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮৬ সালে তিনি বিএসসি-কৃষি (অনার্স) পাস করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য তিনি দেশের বাইরে গিয়ে মার্কেটিং বিষয়ের উপর এমবিএ সম্পন্ন করেন। বগুড়ার সোনাতলা উপজেলায় জন্মগ্রহণকারী কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজসেবক হিসেবে তিনি দির্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের মুখপাত্র ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ন্যাশনাল এগ্রিকেয়ার কর্তৃক বাস্তবায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়া শস্যচিত্রটির ফটোফ্রেম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত