ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুবলীগ নেতা হত্যা

প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল

প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দির গোমতী ব্রিজে অবস্থান করে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. নূর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম সরকার, আওয়ামী লীগ নেতা আমির হোসেন সরকার, জামাল হোসেনের বড় ভাই কামাল হোসেন, ছোট বোন জিয়ারকান্দি ইউপির মহিলা সদস্য রিপা আক্তার, জামালের স্ত্রী পপি আক্তার প্রমুখ। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন, আবুল হাসেম, জহিরুল ইসলাম, আব্দুল মান্নান, ওমর ফারুক, কবির হোসেন সওদাগর, মজলু মিয়া, শাহ আলম, কবির হোসেন, মুকবুল হোসেন সরকার, আক্তার হোসেন প্রমুখ।

জানা যায়, গত ৩০ এপ্রিল এশার নামাজ পড়ার জন্য দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে নিজ বাসা থেকে বের হওয়ার পর বাসার নিচে বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা জামাল হোসেন। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার নোয়াগাঁও জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে এবং তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত