ভূরুঙ্গামারীতে আমন ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোহাম্মদ আপেল মাহমুদের সভাপতিত্বের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম। উপস্থিত ছিলেন আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোহাম্মদ আপেল মাহমুদ বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় তালিকাভুক্ত ১৫০০ প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক চাষি বিনামূল্যে এই বীজ ও সার পাবে। আগামী কয়েকদিনের মধ্যেই উপজেলার সবক’টি ইউনিয়নে এসব বীজ ও সার বিতরণ শেষ করা হবে বলে আশা প্রকাশ করছি।