নৈশপ্রহরীকে হত্যায় অস্ত্রসহ গ্রেপ্তার তিন

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম নামে নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যায় ব্যবহৃত চাপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার কাউসার মিয়া, সোনাকান্দি এলাকার বাবুল মিয়া ও নিলক্ষ্যা রহমতপুর এলাকার বশির মিয়া। গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী। তিনি জানান, আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির বিরোধের জেরে ১২ জুন রাতে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে দোকানপাট লুট করার উদ্দেশ্যে বাজারে এলে পাহারাদার করিম বাধা প্রদান করলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার একাধিক টিমসহ রায়পুরা থানা পুলিশের যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনজন আসামি

গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপতি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আবুল বাশার, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।