ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

প্রবেশপথে মন্দির নির্মাণের চেষ্টা

প্রবেশপথে মন্দির নির্মাণের চেষ্টা

পাবনার সাঁথিয়া এতিহ্যবাহী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল গেটে লিজকৃত জমিতে পাকা ইমারত নির্মাণ করে মন্দির নির্মাণের পরিকল্পনা করায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব সৃষ্টির জন্য এলাকাবাসী পাবনার সাবেক জেলা প্রশাসককে দায়ী করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অবিভাবকদের দাবি, মোট জমি পরিমাপ করে বুঝিয়ে না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের গেটের পাশে মন্দিরের পাকাঘর নির্মাণের ফলে ছাত্রীদের চলাচল এবং লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হবে। এদিকে বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারঘেঁষে মন্দির স্থাপনের প্রতিবাদে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিবর রহমান জানান, মন্দির কর্তৃপক্ষ সরকারের বিধিবিধান অমান্য করে বিনা অনুমতিতে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করার পরিকল্পনা করছে বিদ্যালয়ের মেইন গেটের পাশে শহীদ মিনার ঘেষে। মন্দির কর্তৃপক্ষ বলছেন, তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করে ২০১৩ সালে জমিটি পেয়েছেন। উল্লেখ্য বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মিটিং করেও কোনো সমাধান আনতে পারেনি। উপরন্তু দ্বন্দ্ব আরও ঘণীভূত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত