ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খরব-

মাগুরা: এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, পুষ্টিবিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায়, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ফেরদৌস রায়হান, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহেল আসকর, মেডিকেল অফিসার ডা. কাজী মুবতাসীমা ইশরাক, সিনিয়র স্টাফ নার্স সন্ধ্যা রানী, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা তদন্ত কর্মকর্তা রাজিব চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা, পরিবার পরিকল্পনা কর্র্মকতা এহসান মাহাবুব, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল রায়হান পাটোয়ারি, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুল জলিল, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন প্রমুখ।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সুফিয়ান সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত