বিশ্ব রক্তদাতা দিবস পালিত

প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। গতকাল বুধবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পরিচালিত টিএম রক্তদান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে স্থানীয় উপশহরস্থ কেন্দ্রে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হকের সভাপতিত্বে আলোচনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারি মো. আলাউদ্দিন, সদস্য আবুল কালাম আজাদ, কামরুল হুদা হেলাল, সেলিম আক্তার চৌধুরী, আফরোজ আমিন, ইউনিট লেবেল অফিসার উপ-পরিচালক নাজমুস সাহাদাৎ, অন্যতম রক্তদাতা সংগঠক ফয়সাল হাবীব সুমন, প্রদীপ কুমার ঘোষ ও ইদিআমিন ফ্রান্সিস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রক্তদান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো: আজগার আলী, ল্যাব ইনচার্জ বিশ্বজিৎ কুমার রায়, প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম দুলাল ও যুব প্রধান মাহফুজুর রহমান জনি।

দিনাজপুর টিএম রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের উদ্যোগে গত ২০২২ সালে ৩ হাজার ৩০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৬টি আয়োজনের মাধ্যমে ৪১০ ব্যাগ এবং কেন্দ্রে ২ হাজার ৮৯০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। চলতি ২০২৩ সালের জানুয়ারি থেকে গত ১৩ জন পর্যন্ত মোট রক্ত সংগ্রহ করা হয় ১ হাজার ৬২৫ ব্যাগ। এর মধ্যে ১৬টি আয়োজনের মাধ্যমে ১৮৯ এবং নিজস্ব রক্তকেন্দ্রে ১ হাজার ৪৩৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এই কেন্দ্রে উন্নতমানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে রক্ত গ্রহণকালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।