দিনাজপুরে তিন ও নাটোরে দুই লাখ শিশু ভিটামিন এ প্লাস খাবে

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামী রোববার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ক্যাপসুল খাওয়ানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : আগামী রোববার দিনাজপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৪৩ হাজার ১৮৩ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনাজপুর জেনারেল হাসপাতালের শহীদ ডাক্তার আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল সিদ্দিকী ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী রোববার দিনাজপুরের ১৩টি উপজেলার ২ হাজার ৬১৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ৩৬ হাজার ৬৫৬ জন শিশুকে নীল রঙের ও ৩ লাখ ৬ হাজার ৫২৭ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। কর্মশালায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিভিল সার্জন, ডা. কাওছার আহমেদ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। দিনাজপুর প্রেসক্লাব নিমতলার সভাপতি নুরুল হুদা দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নিমতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউর করিম রঞ্জু, সাংবাদিক রতন সিং, রোস্তম আলী মন্ডল, রফিকুল ইসলাম ফুলাল, আকরাম হোসেন বাবলু প্রমুখ।

নাটোর : নাটোরে ১৩৮৮টি কেন্দ্রে ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। নাটোর সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. মুহাম্মদ মশিউর রহমান-এর সভাপতিত্বে কর্মশালার মূল বক্তব্যে পাঠ করেন ডা. মো. রাসেল। জেলা সিভিল সার্জন জানান, জেলার মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫২ ইউনিয়নে ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।