ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি, বিদ্যুৎ নেই

ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি, বিদ্যুৎ নেই

লালমনিরহাটে ঝড়ে বিভিন্ন স্থানের সহস্রাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে টিনের চালা। শতবর্ষী গাছপালা ভেঙে রাস্তায় পড়ে চলাচলে ব্যাহত হচ্ছে। খুঁটিসহ তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ নেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসল। গত বুধবার গভীর রাতে জেলার উপর দিয়ে দুই দফায় বয়ে যাওয়া ঝড়ে আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর হতাহত হয়েছে।

বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বড় গাছ ভেঙে পড়ায় ব্যাহত ছিল সড়ক যোগাযোগ। রাস্তায় গাছপালা ভেঙে পড়ায় এখনও চলাচল বিঘ্নিত হচ্ছে বিভিন্ন এলাকায়। ঝড়ে ভুট্টা ও পাটসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, মাঝরাতে প্রথমে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এরপরই ঝড় তাণ্ডব চালায়। মুহূর্তে বাতাসে উড়ে যায় শত শত বসতবাড়ির ঘরের ছাউনি। বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ-এর সংযোগ। ফলে অনেক এলাকার রাত থেকে বিদ্যুৎ নেই। খুঁটিসহ তার ঠিক করে সংযোগ দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম ও কালীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আলম বলেন, ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি নষ্ট হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, সংশ্লিষ্ট উপজেলাগুলোকে জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত