ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিল্মি স্টাইলে ইজিবাইক ছিনতাই

ফিল্মি স্টাইলে ইজিবাইক ছিনতাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজার সংলগ্ন রাস্তায় দিনেদুপুরে ফিল্মি স্টাইলে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইজিবাইকচালক মমিনুরকে সাদা প্রাইভেটকারে থাকা একদল ছিনতাইকারী বারপাখিয়া মাঠ পার হয়ে রাস্তার উপর তার লাল রঙের ইজিবাইকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৪ জন নেমে তাকে ভয় দেখিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে ঝিনাইদহের দিকে চলে যায়। এর মধ্যে গাড়ি থেকে নামা ৪ জনের ১ জন থেকে যায়। ধারণা করা হচ্ছে, পরবর্তী সময়ে ছিনতাইকারী দলের সদস্য ওই ব্যক্তি ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায়। এদিকে প্রাইভেট কারটি ঝিনাইদহ বাইপাস রোডে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে রেখে স্থান ত্যাগ করে। এ ঘটনায় মমিনুর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ১১ এপ্রিল ধার ও এনজিও থেকে লোন করে ঝিনাইদহ থেকে মমিনুরের বাবা ২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটি তাকে কিনে দিয়েছিলেন। মমিনুর জানান, ছিনতাইকারীরা আমার শেষ সম্বল ইজিবাইকটা ছিনতাই করে নিল। ইজিবাইকটি যাতে দ্রুত উদ্ধার করা যায়, সে ব্যাপারে পুলিশ প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখার দাবি জানান। মমিনুরের বাবা জানান, এখন ঋণের কিস্তির টাকা কীভাবে দেব বুঝতে পারছি না। কালীগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান মিনে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত