ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কটিয়াদীর সেরা আকর্ষণ রাজ বাহাদুর

কটিয়াদীর সেরা আকর্ষণ রাজ বাহাদুর

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ষাঁড় গরু প্রস্তুত করেছেন এক কৃষক। বিশাল গরুটি দেখতে ভিড় করছে মানুষ। পৌর এলাকার বীরনোয়াকান্দি এলাকার কৃষক মতি মিয়ার গরু এটি। দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন লোকজন ছুটে আসছেন। শাহিয়াল জাতের বিশাল আকৃতির এ গরুর উচ্চতা ১৮০ সেন্টিমিটার, প্রস্থ ২৮০ সেন্টিমিটার, আর ওজন প্রায় ২০ মণ হতে পারে বলছেন গরুর মালিক। ষাঁড়টির গায়ের রং লাল এবং সাদা। প্রথমবার এটিকে বাড়ির বাইরে আনা হয়েছে। এখনো হাটে তোলা হয়নি। গরুর মালিক মতি মিয়া বলেন, ১০ লাখ টাকা চাই। শাহিয়াল জাতের এ ষাঁড়টি এক বছর আট মাস ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করে আসছি। প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে ছোলা, গমের ভুসি, ভুট্টা ভাঙা, সরিষার খোল, চিড়া, নরম ভাত এবং সবুজ কাঁচা ঘাস। এ গরুকে প্রতিদিন দুইবার করে গোসল করাতে হয়। রোজ ৫-৬শ’ টাকা খরচ হয়। এবার ঈদে যদি বাইরে থেকে গরু না আসে, তাহলে হয়তো আমরা আমাদের প্রকৃত মূল্য পাব। স্থানীয় বাসিন্দা জালাল মিয়া বলেন, এটি আমার দেখা সবচেয়ে বড় গরু এলাকার মধ্যে। উপজেলার সবচেয়ে বড় গরু হবে বলেই মনে করছি। অনেক যত্ন করে এটি লালন-পালন করছেন। সৌখিন কোনো মানুষ এটিকে কোরবানির জন্য নিতে পারে। আকর্ষণীয় হওয়ায় ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত