শ্রীপুরে কারখানায় ভাঙচুর

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের মারধরের জেরে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ওশিন স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে আমরা কাজ করছিলাম। এ সময় কয়েকজন পুলিশ এসে আমাদের ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এ সময় তারা বলেন, বকেয়া বেতন-ভাতা নিয়ে আন্দোলন করলে সমস্যা হবে বলে হুমকি দেয়। এর প্রতিবাদ করলে আমাদের কয়েকজন সহকর্মীকে মারধর করে। এরপর সকালে কারখানায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়। এ সময় বেতন-ভাতা চাইলে শ্রমিকদরে ওপর চড়াও হয় পুলিশ। এরপর বাধ্য হয়ে কারখানায় ভাঙচুর চালায় শ্রমিকরা। আরো শ্রমিক জানায়, আমাদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধের পাঁয়তারা করছিল কারখানা কর্তৃপক্ষ। আমরা বলেছি, আমাদের মে ও জুন মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু বেতন-ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মারধর করে পুলিশ। যে প্রতিবাদ করছে তাকেই পুলিশ আটক করছে। এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ জানান, বেশিরভাগ শ্রমিকের মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি শ্রমিকদের পাওনা বেতন আগামী রোববার দেয়ার কথা দিয়েছি। কিন্তু শ্রমিকরা তা না মেনে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার কম্পিউটার, ল্যাপটপ, এসি, ভবনের থাই গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করে এতে কারখানার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয় বলে আবু হানিফের দাবি।