ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএমসি কলেজের সুবর্ণজয়ন্তী

বিএমসি কলেজের সুবর্ণজয়ন্তী

নওগাঁয় সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ (বিএমসি)-এর শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরসহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছে। যারা জেলার সুনাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সফলতা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল শনিবার বিএমসি’র সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়ানো এবং কেককাটার পর তিনি এ কথা বলেন। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান এবং সাবেক এমপি শাহিন মনোয়ারা হক। এর আগে সকাল ১০টায় কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেচে-গেয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে মিলিত হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আগমনে কলেজ প্রাঙ্গণ এক মিলন মেলায় পরিণত হয়।

সাবেক শিক্ষার্থী মঞ্জুয়ারা গত ১৫ বছর আগে এ কলেজ থেকে বিদায় নিয়েছেন। একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। তিনি বলেন, স্বামী-সংসার ও কর্মব্যস্ততা বেড়েছে। বার সুবর্ণজয়ন্তীতে অনেকের সঙ্গে দেখা হয়েছে।

আবার অনেকে অনুষ্ঠানে আসতে পারেনি। সবার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। অনেকেরই ফোন নম্বর ছিল না। ফোন নম্বর আদান-প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত