ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমে উঠেছে ভরতখালী গো-হাট

জমে উঠেছে ভরতখালী গো-হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গোহাট প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠায় জমে উঠেছে গো-হাটটি। আর্থিক নিরাপত্তায় ব্যাংক স্থাপন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ নানাবিধ সুবিধার কারণে ভরতখালী গোহাটটি ক্রেতা-বিক্রেতারা স্বাচ্ছন্দ্যবোধ করেন। যমুনা নদীর তীরে হাটটির অবস্থান হওয়ায় বিভিন্ন জেলা ও চরাঞ্চল থেকে নৌকাযোগে গরু পাইকাররা সহজেই গরু আনা- নেয়া করতে পারেন। গো-হাটটিতে যেসব বড় বড় গরু আমদানি হয়, তার বেশিরভাগই চরাঞ্চল থেকে আসে। আর এসব গরু মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই প্রাকৃতিক খাবার খেয়ে খামারিরা বড় করে থাকেন। সে কারণে ক্রেতারা ঐতিহ্যবাহী ভরতখালী হাট থেকে গরু ক্রয় করতে আগ্রহী বেশি। এছাড়াও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা থাকায় গরু ক্রয় করে দেশের যে কোনো স্থানে সহজেই নিয়ে যাওয়া য়ায়। শানন্দবাড়ীর গরু ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, কোনো কারণে গরু বিক্রয় করতে না পারলে রাত্রী হলে আমরা অনায়াসে নিরাপত্তার মধ্যে দিয়ে গরুসহ হাটটিতে রাত্রীযাপন করতে পারি। এখানে হাট পরিচালনা কমিটি থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকেন। হাট ইজারাদার প্রতিনিধি নজরুল ইসলাম জুয়েল জানান, প্রতি হাটে গরু-ছাগল বিক্রেতাদের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সদস্য মোতায়েন থাকেন। ঐতিহ্যবাহী এ হাটটি ঐতিহ্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত