ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘মৃত্যুঝুঁকি কমাতে শিশুদের ভিটামিন ‘এ প্লাস ক্যাপসুল’

‘মৃত্যুঝুঁকি কমাতে শিশুদের ভিটামিন ‘এ প্লাস ক্যাপসুল’

পিরোজপুরে ১ লাখ ২৮ হাজার এবং নোয়াখালীতে ৪ লাখ ৯৩ হাজার শিশুকে আজ রোববার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিনিধিদের পাঠানো খবর-

পিরোজপুর: শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে জেলার ১ হাজার ৩৬৮টি কেন্দ্রে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জ্যাকি তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরো জানান, ৬-১১ মাস বয়সের ১৪ হাজার ৬৫২ জন শিশুকে নিল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ১৩ হাজার ৩০৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল প্রদান করা হবে। এদের মধ্যে ১২৭ জন প্রতিবন্ধী শিশুও রয়েছে। ২৫০ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ৩ হাজার ৮২৪ জন স্বেচ্ছাসেবক সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভিটামিন-এ শিশুদের খাওয়াবে।

নোয়াখালী : নোয়াখালীর ৯ উপজেলায় ২ পৌরসভাসহ মোট ১১টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাসের শিশু ৪, ৯৩, ৮৩০ জন এবং ৬ থেকে ১১ মাসের ৬১, ১৬৭ শিশুকে এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত