সাংবাদিক নাদিম হত্যা

খুনিদের শাস্তির দাবি

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনা : পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সাবেক সহ-সভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক আহম্মেদ-উল হক রানা, বাংলা ভিশন প্রতিনিধি আখিনূর ইসলাম রেমন, একুশে টিভি ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দ্যা ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি আহম্মেদ হুমায়ুন কবির তপু, নাগরিক টিভির প্রতিনিধি জিকে সাদী, আরটিভির প্রতিনিধি আবুল কামাল, সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন ৭১ টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান।

নওগাঁ : নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ শাখা পৃথক ব্যানারে কর্মসূচি পালন করে।

মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শফিক ছোটন, অর্থ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

কাউখালী (পিরোজপুর) : কাউখালী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে উপজেলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গৌতম দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুর রহমান তারেক, আরটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, মাইটিভি জেলা প্রতিনিধি রাজু তালুকদার, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ইউপি সদস্য রুবেল রিয়াজী প্রমুখ।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক আবুল বাশারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কামাল হাওলাদার, মানবজমিন কোটচাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম, আলোকিত বাংলাদেশ ও ডেইলি অবজারভার পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি এসএম রায়হান উদ্দীন, দিগন্তবাণী প্রতিনিধি শাহাজামান, স্পন্দন প্রতিনিধি আলমগীর কবির প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম গত বুধবার রাত ১০টার দিকে বকশিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

শেরপুর (বগুড়া) : জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার শেরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আবু মুসা। সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মন্টু, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, আবু রায়হার রানা, সেখ মঞ্জুরুল হক, উৎপল মালাকার, সৌরভ অধিকারী শুভ, বাদশা আলম, ওমর ফারুক, ইফতেখার আলম, রুহুল আমিন, মিল্লাত হোসেন, নাদিম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন। এছাড়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক। সভায় বক্তারা জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।