ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন নামে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযাগ উঠেছে। এদিকে গতকাল রোববার ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

মরিয়মের বাবা ইব্রাহীম মন্ডল জানান, মরিয়ম হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, জরায়ুর নাড়িতে টিউমার হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ইব্রাহীম তাকে নিয়ে ফাতেমা প্রা. হাসপাতালে গেলে চিকিৎসক ডা. আসলাম হোসেন তার অপারেশন করেন। গত দুই মাস আগে একই স্থানে ব্যথার হলে আবার ওই হাসপাতালে যায়। হাসপাতালের মালিক ইকরামুল হোসেনের ছোট ভাই এনামুল হোসেন পুনরায় একই স্থানে অপারেশন করেন। গত ১৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মরিয়ম খাতুন। ইকরামুল হোসেন জানান, তারা যে অভিযোগ করছেন সব মিথ্যা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে স্বাস্থ্যহানি ঘটানোয় ফাতেমা প্রাঃ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত