প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কিত এলাকাবাসী

২০ হাজার মানুষের কর্মসংস্থান চুনা নদী

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমগীর সিদ্দিকী, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যানগরের মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে যাওয়া চুনা নদী শত বছর ধরে দু’পাড়ে ২০ হাজার মানুষের কর্মসংস্থান করে আসছে। ২০ হাজার জেলে সম্প্রদায় চুনানদীতে মাছ ধরে পরিবার পরিজনের মুখে দুইবেলা দু’মুটো আহার তুলে দিচ্ছে। ছেলে-মেয়ের লেখাপাড়া ও অন্যান্য যাবতীয় খরচ চুনানদীতে মাছ ধরে বহন করে এলাকার মানুষ। হঠাৎ কয়েক প্রভাব শালী ব্যক্তি চুনানদীর দু’পাড়ের জেলে সম্প্রদায়ের মানুষকে হুমকি দিয়েছে তারা নাকি সরকার থেকে নদী ইজারা নিয়েছে। প্রভাবশালীরা হুমকি দিয়েছে নদী থেকে মাছ ধরলে মামলা করে জেলে পাঠাবে। এছাড়া সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে দৈহিক নির্যাতনের ও হুমকি দিয়েছে। হুমকিতে জেলে সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। গত শনিবার সরেজমিন ওই এলাকায় গেলে ৫ শতাধিক জেলে সম্প্রদায়ের নারী-পুরুষ জমায়েত হয়ে জানান, আমরা এখন কোথায় যাব, কি খাওয়াব ছেলে-মেয়েদের কীভাবে চলবে আমাদের জীবন। এ ব্যাপারে কথা হয় চুনানদীর পাড়ে বসবারত জেলে সাহাজানের সঙ্গে তিনি বলেন, ২ ছেলে ১ মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে আমার পরিবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হয়। মাছ ধরতে গেলে নাকি প্রভাবশালীদের টাকা দিতে হবে। কোথা থেকে দেব টাকা, আর কীভাবে চলবে সংসার। ৭০ বছর বয়সি জেলে আমিন গাজী বলেন আমার প্রতিবন্ধী এক ছেলে ও স্ত্রী রয়েছে মাছ ধরে সংসার চালাই এখন যাব কেথায়। কি খেয়ে জীবন ধারণ করব। কথা হয় বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুলের সঙ্গে তিনি বলেন, প্রভাবশালী ঈশ্বরীপুর ও কাশিমাড়ীর লোক। তারা আমার কথা না শুনে জোর পূর্বক চাঁদা দাবি করেছেন। উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি মুজুমদার বলেন, চুনা নদী কোনো ইজারা দেওয়া হয়নি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সঙ্গে তিনিও একই কথা বলেন।