শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জের মোহম্মদীয়া দাখিল মাদ্রাসা হিফজখানা ও এতিমখানা কমপ্লেক্সের নাজেরা শাখার ছাত্র কামরুল হাসান শুভ নামের এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার মা রেখা বেগম। শুভ রামগঞ্জ উপজেলার সাউধেরখীল ভূঁইয়া গাজী ব্যাপারী বাড়ির দুবাই প্রবাসী কামাল হোসেন ও গৃহিণী রেখা বেগমের একমাত্র ছেলে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেন বলে জানান, রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। শুভর মা জানান, গতকাল রোববার মাদ্রাসা থেকে মোস্তফা কামাল নামের একজন শিক্ষক আমাকে মোবাইল কল দিয়ে জানান, আমি কামরুলের হুজুর বলছি- আপনার ছেলে অসুস্থ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমি হসপিটালে এসে দেখি আমার ছেলে আর নেই। আমি দেখতে পাই তার হাতে বিভিন্ন রকমের দাগ রয়েছে। আমার ছেলেকে মাদ্রাসায় মারধর করা হয়েছে। মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা জুনায়েদুল হকের বড় ছেলে নাজমুল হক আকন্দ জানান, আমাকে সকালে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সাফায়েত হোসেন ফোন দিয়ে এসব কথা জানান। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, ছেলেটিকে হসপিটালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, সরকারি হসপিটালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার আমাকে কল দিয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যুর বিষয়টি জানান।