সাংবাদিক নাদিম হত্যা

প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশ : ২০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : শহরের মডার্ন মোড়ে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধন ও সমাবেশে ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্টের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি চিত্ত ঘোষ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব কামরুল হুদা হেলাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাংবাদিক নেতা আব্দুর রহমান, আজহারুল আজাদ জুয়েল, সুলতান মাহমুদ, রেজাউল করিম রঞ্জু, আনিস হোসেন জুয়েল প্রমুখ।

রাঙামাটি : শহরের ডিসি অফিসের প্রবেশদ্বারে মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি একে এম মকছুদ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ৭১ টিভির জেলা প্রতিনিধি উছিংচা রাখাইন প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ভোরের কাগজ ও মানবকণ্ঠের সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও কালের কণ্ঠের সাংবাদিক গাজী মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দৈনিক জনকণ্ঠের ফারুক হোসাইন, আনন্দ টিভির মাজারুল ইসলাম, দ্য নিউ ন্যাশনের সিরাজুল ইসলাম ও বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক। উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক বিদ্যুৎ (দৈনিক বাংলা৭১), নুরনবী জনি (দৈনিক জনবাণী), শেখ ফরিদ (দৈনিক আজকের পত্রিকা), রুবেল মিয়া (দৈনিক কালবেলা), কামরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) মো. শাহিন সাকি (দৈনিক মুক্ত খবর), মো. শাহজালাল (আমাদের নতুন সময়), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), সামসুল আলম তুহিন (দৈনিক রুদ্রবার্তা), সামির সরকার (দৈনিক বাংলাদেশের আলো), আরাফাত হোসেন সিফাত (দৈনিক প্রথম সূর্যোদয়), ফারুকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), পারভেজ (এশিয়ান টিভ), ভিপি পারভেজ (স্বদেশ প্রতিদিন), মোক্তার হোসেন (দৈনিক ভোরের সময়), হাবিবুর রহমান হাবিব (এস টিভি), আব্দুল করিম (দৈনিক স্বদেশ বিচিত্রা), এসএম মনির হোসেন (দৈনিক বাংলার নবকণ্ঠ), মাজেদ (দৈনিক আজকের বসুন্ধরা), রাশেদুল ইসলাম (দৈনিক আলোচিত কণ্ঠ), মিজানুর রহমান (বার্তা বাজার) ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন।

দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হানিফ খাঁন, বাসুদেব ঘোষ, ওমর ফারুক মিয়াজী, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আসলাম, আলী হোসেন বাবুল (যুগান্তর), শামীম রায়হান (জনকন্ঠ), শহিদুল্লাহ সাদা (মানবকণ্ঠ), কামরুল হক চৌধুরী (অবজারভার), মো. সেলিম মিয়া (ইনকিলাব), লিটন সরকার বাদল (এশিয়ান এইজ), শরীফ প্রধান (আলোকিত বাংলাদেশ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), হোসাইন মোহাম্মদ দিদার (আমাদের নতুন সময়), সোহেল আহম্মেদ (আনন্দ টিভি), আবু কোরাইশ আপেল (বাংলা টিভি), সাহাব উদ্দিন (মোহনা টিভি) প্রমুখ।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে গত রোববার শহরের ত্রিমোহিনি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক প্রথম আলোর দিলীপ মোদক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উৎপল দে, আব্দুল্লাহ আল ফুয়াদ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, সাংবাদিক নুরুল ইসলাম খান, শেখ শাহীন, ওয়াজেদ আলী খান। মানববন্ধনসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক শামসুর রহমান, কামরুজ্জামান রাজু, শাহিনুর রহমান, মেহেদী হাসান জাহিদ, আব্দুল করিম, শুশান্ত মল্লিক, সোহেল পারভেজ, আব্দুল মোমিন, পরেশ দেবনাথ, ওলিয়ার রহমান, মাসুম বিল্লাহ, আয়ুব আলীখান, বেলাল হোসেন, তাইফুর রহমান, আলমগীর হোসেন, স্বাধীন আব্দুল্লাহ প্রমুখ সাংবাদিকসহ সচেতন ব্যক্তিরা।