সার ও বীজ বিতরণ

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলায় ৮৮০ জন কৃষকের মাঝে কৃষিউপকরণ বিতরণ করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবি) ও উবসী জাতের রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সার ও বীজ প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও আমন বীজ বিতরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে খরিপ ২/২০২২-২৩ মৌসুমে আমন ধান উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব সার ও বীজ দেয়া হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভাপতি আতাউল গনি ওসমানী।