ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অর্থ সংকটে জয়রামকুড়া হাসপাতাল

অর্থ সংকটে জয়রামকুড়া হাসপাতাল

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান জয়রামকুড়া হাসপাতাল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে। যদিও ফান্ড সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। হাসপাতালটি বেসরকারিভাবে স্বাস্থ্যসেবায় এগিয়ে থাকলেও অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেকটাই দুর্বল। হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটি পরিচালনায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এক সময় এই হাসপাতালে দাতা সংস্থা সমুহের সহায়তা অব্যাহত ছিল। সময়ের পরিক্রমায় তা আজ আর নেই। এখন শুধু অভ্যন্তরীণ আয়ের মাধ্যমে হাসপাতালটি টিকে আছে। আমরা হাসপাতালটির জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন জয়রামকুড়া হাসপাতালের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মি. তরুণ কুমার দারিং, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও কনসালট্যান্ট ডা. লুসি দারিং এবং প্রতিষ্ঠানটির অর্থ ব্যবস্থাপক অংকুর ভৌমিক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত