ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বেচ্ছাশ্রমে ৫০০ মি. সড়ক নির্মাণ

স্বেচ্ছাশ্রমে ৫০০ মি. সড়ক নির্মাণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার সামাজিক গোরস্থান থেকে দক্ষিণপাড়া আমির আলী সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ ১৫ বছরে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিয়েও সড়কটি নির্মাণ না করায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করছেন।

জানা গেছে, কোকডহরা ইউনিয়নের সাভার পূর্বপাড়া সামাজিক গোরস্থানটি দীর্ঘদিনের পুরোনো। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় মরদেহ গোরস্থানে নিয়ে যেতে স্থানীয়দের মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়। বর্ষা মৌসুমে নৌকা ব্যতীত গোরস্থানে যাওয়ার কোনো সুযোগ নেই। এলাকাবাসী দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেও কোনো সুফল পায়নি। গোরস্থান কমিটির সভাপতি আলীম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইসহাক উদ্দিন জানান, তাদের সমাজে চার শতাধিক পরিবার রয়েছে। তারা গত ১৫ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করেও গোরস্থানের সড়ক পাননি। বাধ্য হয়ে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি নির্মাণে এগিয়ে এসেছে। প্রত্যেকের হাজিরা ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেউ টাকা দিচ্ছে আবার কেউ শ্রম দিয়ে টাকা পরিশোধ করছেন। কোকডহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাছেদ মিয়া জানান, গোরস্থানের এ সড়কটি নির্মাণে তারও প্রতিশ্রুতি ছিল। নির্বাচিত হওয়ার পর তিনি একটি প্রজেক্ট ইউনিয়ন পরিষদে দিয়েছেন। অনুমোদনের অপেক্ষার মাঝেই এলাকার লোকজন সড়কের কাজ শুরু করে দিয়েছেন। কোকডহরা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, গোরস্থানের ওই সড়কটি তাদের প্রজেক্ট তালিকায় রয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা রয়েছে। এরই মধ্যে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেছে। এটা খুবই ভালো দিক। প্রজেক্ট পাস হলে গোরস্থানের উন্নয়ন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত