আম ও আমজাত পণ্যের মেলা শুরু

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে আম ও আমজাত পণ্যের মেলা। গত সোমবার শহরের নওজোয়ান মাঠে মেলা শুরু হয়। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি আম ও আমজাত পণ্যের স্টল অংশ নেয়। ব্যানানা ম্যাংগো, আম্রপালি, লখনা, গৌড়মতি এবং বারিজাতসহ বিভিন্ন আম দিয়ে স্টলগুলো সাজানো হয়।

প্রতি কেজি আম বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪৫ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত। নিয়ামতপুর উপজেলা থেকে মেলায় অংশ নিয়েছেন রিয়ন এগ্রো স্বত্বাধিকারী ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ ও বিষমুক্ত আমের প্রচার-প্রচারণার জন্য মেলায় অংশ নেয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, আম বাজারজাতকরণ এবং প্রদর্শনের জন্য মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে নওগাঁর আমের একটি ব্যান্ডিং তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে এ জেলার আমের পরিচিতি বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে।