গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের বৃক্ষরোপণ উদ্বোধন

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জামালপুর প্রতিনিধি

‘গাছে গাছে ভরবো দেশ-আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’- এই প্রতিপাদ্যে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর একেএম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দীনের মহতি উদ্যোগে গ্রামীণ ব্যাংক কর্তৃক ২০২৩ সালে সারা দেশব্যাপী ২০ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সেই লক্ষ্যে গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের ৫টি এরিয়ার ৫৬টি শাখায় মোট ৬ লাখ ৬৫ হাজার বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপণ করার কার্যক্রম গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর যোনের যোনাল ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর যোনের যোনাল অডিট অফিসার গোলাম মোহাম্মদ। উপস্থিত ছিলেন জামালপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবু সায়েম খাঁন, প্রোগ্রাম অফিসার মির্জা আবু আহম্মেদ আব্দুল্লাহ, মেলান্দহ এরিয়ার এরিয়া ম্যানেজার আনোয়ারুল হক, প্রোগ্রাম অফিসার কাজি মনিরুজ্জামান, সরিষাবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার ফাহমিনা আক্তার পুষ্প, ধনবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার নুরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কবির আহম্মেদ, মধুপুর এরিয়ার এরিয়া ম্যানেজার চৌধুরী আনোয়ারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার ফরহাদ মিয়া। প্রতিটি শাখায় ১১ হাজার ৮৬৭টি গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।