ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিয়াদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিয়াদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ও দিনাজপুরের ফুলবাড়ীর দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সাবেক ছাত্র রিয়াদ হোসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে উপজেলার সব মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ী পৌর শহরের বটতলী মোড়ে এই কর্মসূচির আয়োজন করে দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা। দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এএসএম শাহাদতুল্যাহর সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন খাজাপুর মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান, শাহাপুর মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, মেলাবাড়ী মাদ্রাসার সুপার আবরাক হোসেন, তেতুলিয়া মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার আব্দুল জব্বার, পানিকাটা মাদ্রাসার সুপার আরিফুল ইসলাম, শিক্ষার্থী আব্দুল আলিম, ইবনুর রহমান, আলমগীর হোসেন, সুমাইয়া আক্তার, ফারিয়া ও মরিয়ম। মানববন্ধনে বক্তারা বলেন, নিহত রিয়াদ হোসেন ফুলবাড়ী দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। নিহত রিয়াদ ফুলবাড়ী উপজেলার নারায়ণপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাহবুবুর রহমানের একমাত্র সন্তান। রিয়াদ ২০২০ সালে এখান থেকে আলিম পাস করেন। পরে ঢাকায় প্রাইম ইউনিভার্সিটিতে ভর্তি হয়। মেধাবী ছাত্র রিয়াদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান তারা। একইসঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিও জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত