ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুর্যোগবিষয়ক শেয়ারিং মিটিং

দুর্যোগবিষয়ক শেয়ারিং মিটিং

কুড়িগ্রামে দুর্যোগবিষয়ক শেয়ারিং ও লবি মিটিং জেলা স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার-এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক নিতাই দে সরকার। এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিপ্লব কুমার সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকন উল ইসলাম, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ। স্থানীয় বেসরকারি এনজিও, এএফএডি’র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও রেলিভেন্ট এক্টরসদের নিয়ে শেয়ারিং ও লবি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং-এ পার-২ প্রকল্প থেকে কুড়িগ্রাম ও জামালপুর জেলার ৪টি ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নতুন করে ৬৯ জন নারীকে সম্পৃক্ত করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত