ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে গত বুধবার রাতে শেরপুরের নকলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক প্রমুখ।

বক্তারা জানান, ১৯৯২ সালের এই দিনে তৎকালীন বিএনপি সরকারের আমলে বিনা উসকানিতে পুলিশ ও তৎকালীন সরকারের পেটুয়া বাহিনী জাতীয় প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন চালায়। এতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ১০ জন গুরুতর আহতসহ অর্ধশতাধিক সাংবাদিক আহত হয়। মাঝখানের সময়টাতে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের পরিমাণ কম হলেও, অজ্ঞাত কারণে এখন আবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এমনটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের কেউ আশা করেন না। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত ও শীমানুর রহমান সুখন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত