মাদ্রাসা অধ্যক্ষের হাত-পা ভাঙল দুর্বৃত্তরা

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক স্থানে মারাত্মক জখম করা হয়েছে। এমনকি লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও একটি পা ভেঙে দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। আহত অধ্যক্ষের ছেলে আব্দুল হক সাতজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরো ছয়জনকে অভিযুক্ত করে মামলাটি করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা সাংবাাদিকদের বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হবে। সম্ভবত মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন ও জলাশয় দখল নিয়ে বিরোধের জেরধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি গুরুত্বের তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যেই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।