ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেধাবী ২৩ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

মেধাবী ২৩ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ হলরুমে গত বুধবার বিকেল সাড়ে ৫টায় মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উন্নয়ন তহবিলের অর্থায়নে মুজিব শর্তবষে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী অসহায় ও দুস্থ ২৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা। বিতরণকালে তিনি শিক্ষার্থীদের বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। প্রতিটি শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। তবেই নিজের যেমন ভাগের উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের মঙ্গল সম্ভব হবে। শিক্ষার্থীদের খেল থাকতে হবে বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকতে হবে এবং কেউ জড়িত থাকলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করতে হবে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, ইউপি সদস্যসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী বলেন এ পর্যন্ত ৫০০ জন মেধাবী-অসহায়-দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত