ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জে ৭৪ দুস্থ শিশু পেল মেয়রের ঈদ উপহার

গোপালগঞ্জে ৭৪ দুস্থ শিশু পেল মেয়রের ঈদ উপহার

গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের ৭৪টি দুস্থ শিশুকে ঈদের পোশাক দিয়েছেন গোপালগঞ্জ পৌরসভার মানবিক মেয়র শেখ রকিব হোসেন। ঈদ উপহার হিসেবে প্রত্যেক শিশুর হাতে একটি করে ব্লেজার, স্যুট ও কোটি তুলে দেন অতিথিরা। পোশাক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। অনুষ্ঠান পৌর মেয়র শিশু পরিবারের শিশুদের নতুন স্কুল ড্রেস, দুটি ডাস্টবিন ও সোলার সিস্টেম স্থাপনের ঘোষণা দেন। সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-আর-রশীদের সভাপতিত্বে গত বৃহস্পতিবার সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সরকরি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক (অঃদাঃ) আল আমিন ও দুস্থ শিশুরা বক্তব্য রাখেন। সরকারি শিশু পরিবারের শিশুরা দামি এই পেশাক পেয়ে খুবই উচ্ছ্বসিত ও অনন্দিত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শিশুদের উদ্দেশ্য বলেন, মানবতার মাতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের জন্য ভাতা ও খাবারের মান বৃদ্ধি করেছেন। তোমাদের সুনাগরিক হয়ে বেড়ে ওঠার সব সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য পৌর মেয়র শেখ রকিব হোসেন তোমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানাই। এরমধ্য দিয়ে তোমাদের ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে হবে।

আগামীতে তোমরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের হাল ধরবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত