ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দূষণ প্রতিরোধে মানববন্ধন

দূষণ প্রতিরোধে মানববন্ধন

নীরব ঘাতক বায়ুদূষণ, ধুলাদূষণ ও শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে বেসরকারি সংস্থা গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একাত্তর টিভি ও বাংলা নিউজের পাবনা প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট একুশে টিভি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, গাজী টিভির পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পি, ঢাকা পোস্টের প্রতনিধি রাকিব হাসনাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পথসভায় বক্তারা বলেন, বায়ুদূষণ বর্তমান সময়ে একটি বৈশি^ক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (ডঐঙ) এর মতে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাষ মানুষ বায়ুদূষণের কারণে মুত্যুবরণ করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত