রাস্তা সংস্কারে অনিয়মে ব্যবস্থা

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলমগীর সিদ্দিকী, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর নীল ডুমুর বিওপি ক্যাম্প থেকে কলবাড়ী ব্রিজ পর্যন্ত কার্পেটিং রাস্তা সংস্কার ও পার্শ বাড়ানো কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন।

উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানা যায়, নীলডুমুর বিওপি ক্যাম্প থেকে কলবাড়ী ব্রিজ পর্যন্ত ৭৫ হাজার ৭ শত মিটার কার্পেটিং রাস্তা সংস্কার ও পার্শ বাড়ানো কাজে সরকারি বরাদ্দ হয় ৩ কোটি ৮৫ লাখ টাকা, যার ঠিকাদারি দায়িত্ব পান আব্দুল হাকিম। তিনি দীর্ঘদিন কাজটি ফেলে রাখার কারণে পুনরায় শুরু করেন আশরাফ আলী নামের সাব এক ঠিকাদার। আশরাফ নিজস্ব ভাটা থেকে নিম্নমাণের ইট নিয়ে রাতারাতি ট্রাক ভর্তি করে রাস্তায় এনে তাহা রাতের বেলায় মানুষের চোখ ফাঁকি দিয়ে রাস্তার কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি স্থানীয় সুধীজন এর বরাত দিয়ে সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারসহ শ্যামনগর ইঞ্জিনিয়ার অফিসে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রকৌশলীর তদন্তে অনিয়ম ধরা পড়লে কাজটি স্থগিত করে দেন। এ বিযয়ে শ্যামনগর উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ইউএনও স্যার আমাকে বলায় বর্তমানে কাজটি বন্ধ করে দিয়েছি।