ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার

আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার

চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকা হতে আত্মসমর্পণকৃত ৭৭ জন জলদস্যুদের (আলোর পথের অভিযাত্রীদের) মাঝে র‌্যাবের ফোর্সেস মহাপরিচালক এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে র‌্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর ’২৩ উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাদের বর্তমান জীবনযাপনের ওপর একটি বিশেষ মতবিনিময় সভা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গতকাল শনিবার বেলা ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যাব ফোর্সেস’র মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মধ্যে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।

এ সময় র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন পিপিএমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে গত ২০১৮ সালের ৪৩ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আত্মসমর্পণকৃত জলদস্যুদের সমাজে স্বস্তির সাথে স্বাভাবিক জীবনযাপন ও র‌্যাব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সহযোগিতার মনোভাবের কথা বিবেচনা করে গত ২০২০ সালে র‌্যাব-৭, চট্টগ্রাম আরো ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদের ঈদ সামগ্রী উপহার ও প্রণোদনা প্রদান করে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত