আত্মসমর্পণ করা ২৮৪ জলদস্যুকে দেওয়া হলো ঈদসামগ্রী

প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনে দস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করা ২৮৪ জন জনদস্যুর মধ্যে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে র‌্যাব-৮ বরিশাল। এ উপলক্ষ্যে গতকাল রোববার কয়রা উপজেলা পরিষদ ভবনের নিচে র‌্যাব-৮ এর এএসপি মো. রেজাউল করিম র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে কয়রা এলাকার ১৮ জন আত্মসমর্পণকারী জলদস্যু ও তাদের পরিবারের হাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চাউল, পোলাওয়ের চাউল, সয়াবিন, ঘি, সেমাই, চিনি, গুড়া দুধ, লবণ, কিশমিশ, জিরা, দারুচিনি, পেঁয়াজ, আলু, বাদাম, এলাচ ও নগদ অর্থ তুলে দেন। এর আগে র‌্যাব কর্মকর্তারা বাগেরহাটের সাইনবোর্ড এলাকায় ৩০ জন, ভাগায় ৯০ জন, মংলায় ৫৭ জন, খুলনার জিয়োপয়েন্টে ১৯ জন, আঠারো মাইলে একজন, তালা বাজারে তিনজন, শিববাড়িতে চারজন, সাতক্ষীরার মুন্সীগঞ্জে ৫৪ জন, সদরকোর্টে সাতজন আত্মসমর্পণ করা জলদসু্যূর মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর, এএসপি মোহাম্মদ তায়জুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যাবের উপহার সামগ্রী হাতে পেয়ে উপস্থিত সাবেক কয়েকজন জলদস্যু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার সুযোগ দেওয়ায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।